ব্লগ কি ? ব্লগিং এর বেসিক ধারণাঃ
ব্লগ (Blog) কথাটা পূর্বে Web Log নামে পরিচিত ছিলো যা পরবর্তিতে ব্লগ (Blog) নামে সার্বজনীন ভাবে পরিচিতি লাভ করে। ব্লগ হচ্ছে অনলাইন ডায়েরী যা নিয়মিত আপডেট করা হয়। কিছু দিন পূর্বেও মানুষ ব্লগ তৈরি করত পার্সোনাল বিভিন্ন বিষয় শেয়ার করার জন্য। কিন্তু বর্তমানে প্রফেশনালিই ব্লগ ব্যবহৃত হচ্ছে বিভিন্ন সমসামিয়িক নিউজ শেয়ার এবং নিত্য নতুন টেকনোলজি সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য।
পার্সোনাল ব্লগ গুলোতে মুলত নিজস্ব ব্যাপারগুলো প্রাধান্য পায়। এখানে লেখক তাঁর নিজের বিভিন্ন ভালো লাগা-মন্দ লাগা নিয়ে লেখে এবং নিজের বিভিন্ন ওকেশনের ছবি-ভিডিও আপলোড করে থাকে। কিন্তু প্রফেশনালি যে ব্লগ গুলো তৈরি তা মুলত লেখা হয় ব্লগের বিভিন্ন ভিজিটরের চাহিদার কথা মাথায় রেখে। এখানে প্রাধান্য পায় বিভিন্ন News Update, নিত্য নতুন টেকনোলজি এমন কি বিভিন্ন বিনোদন স্বাদ নিয়ে। আর যার উদ্দেশ্যই হচ্ছে ব্লগে লিখে আয় করা। এতে যুক্ত হয় নিত্য নতুন ফিচার আর সাথে থাকে বাহারি পন্যের বিজ্ঞাপন এবং বিভিন্ন কোম্পানির ads। যারা ব্লগে লিখেন তাদের বলা হয় ব্লগার (Blogger)।
ব্লগিং প্লাটফর্মঃ
ব্লগিং প্লাটফর্ম গুলো কে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। আসুন দেখে নেয়া যাক কি কি সেগুলো। এবং জেনে নেই এদের সম্পর্কে বিস্তারিত।
১। হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (ফ্রি ব্লগিং প্লাটফর্ম)
২। নন হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম)
হোস্টেড ব্লগিং প্লাটফর্মঃ
হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (Hosted Blogging Platform) হচ্ছে এমন একটি ব্লগিং প্লাটফর্ম যেখানে আপনি ব্লগিং কারার জন্য ফ্রি প্লাটফর্ম পাবেন ।এ ধরনের প্লাটফর্ম গুলো ওদের নিজস্ব হোস্ট বা সার্ভারে মাধ্যমে আপনাকে ব্লগিং করার সুবিধা দিবে। এক কথায় একে ফ্রি ব্লগিং প্লাটফর্ম বলা যেতে পারে। বর্তমান সময়ে জনপ্রিয়তার দিক দিয়ে হোস্টেড বা ফ্রি ব্লগিং প্লাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছেঃ
- Blogger.com
- WordPress.com
- Typed.com এবং
- Tumblr.com
এখানে আপনাকে নিজস্ব ডোমেইন ও হোস্টিং এর ঝামেলা পোহাতে হবে না। ব্লগিং প্লাটফর্মটি আপনাকে এমন সব ওয়েব এড্রেস (URL) নিতে দিবে যাতে তাদের নিজস্ব ওয়েব এড্রেসটিও (URL) যুক্ত থাকবে। যেমন ধরুন আপনি যদি bdteam নামক ওয়েব এড্রেস নিতে চান আর আপনার প্লাটফর্মটি যদি হয় WordPress তবে আপনার সম্পুর্ণ ওয়েব এড্রেস বা URL টি হবে www.bdteam.wordpress.com। সুতরাং বুঝা যাচ্ছে যে আপনার ব্লগ টা হোস্ট করা হয়েছে WordPress.com এ। আসুন এখন আমরা হোস্টেড বা ফ্রি ব্লগিং প্লাটফর্ম ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলোও জেনে নেই।
হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এর সুবিধাঃ
- ফ্রি ব্লগ তৈরির সুবিধা
- অপেক্ষাকৃত সহজ সেট আপ প্রক্রিয়া
- কোডিং তেমন জানতে হয় না
- অটোমেটিক আপডেট
- সার্চ ইঞ্জিনে দ্রুত ইনডেক্স হয়
হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এর অসুবিধাঃ
- কম কনফিগারের সুবিধা
- ডিফল্ট ডিজাইন
- নিয়ন্ত্রন কম থাকে
- জেনেরিক URL
- প্রফেশনাল লুক থাকে না
এখন প্রশ্ন হচ্ছে কোন হোস্টেড ব্লগিং প্লাটফর্ম টি সবচেয়ে জনপ্রিয় এবং খুব সহজেই ব্লগিং শুরু করা যাবে ! এখানে অনেকের মতোই আমার মত হচ্ছে Blogger.com দিয়েই শুরু করতে পারেন আপনার ব্লগিং যাত্রা। কেন আমি Blogger.com কে সাপোর্ট করছি সেটা নিয়ে আলোচনা করবো আমার পরবর্তি পোষ্টে। আশা করি আপনাদের সবার কাছে ব্যাপার গুলো ক্লিয়ার হোল।
আজ আর নয় আগামী পোষ্টে আলোচনা করবো নন হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম) নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর সাথেই থাকুন আর্নট্রিক্স এর। ধন্যবাদ।
অনেক ভালো লাগলো আপনার পোস্টটা পড়ে। প্লিজ নিয়মিত লিখে যাবেন এই ব্লগে।
fayton ভাই, আমাদের সুমন ভাই তার নিজের ব্লগে লিখবেনা কোথায় লিখবে ?
সুমন ভাই আপনার পোস্ট গুলা কিন্তু জটিল এবং খুব সহজ ও সুন্দর ভাষায় হইতাছে। প্লীজ ভাই ডেইলি পোস্ট দিবেন কিন্তু ।
পোষ্ট শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ভাল লিখেছেন। আশাকরি জলদি নতুন পোষ্ট পাব। ধন্যবাদ।
হ্যাঁ নেক্সট পোস্ট টা একটু তাড়াতাড়িই দেয়ার চেষ্টা করবো। আপনাদের নিয়মিত ব্লগে দেখলে ভালো ই লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। 🙂
অনেক ভাল লেখা হয়েছে, নতুনদের অনেক উপকারে আসবে। বিশেষ যারা ব্লগিং জগতে আসতে চায় তাদের জন্য অনেক উপকারে আসবে। চালিয়ে যাও।
অফটপিকসঃ কোন সমস্যা হলে আমাকে বলিস।
এইবার মনে হচ্ছে সুমন ভাইয়ের হাত ধরে ব্লগিং জগতে ঢুকতে পারবো। সুমন ভাই পোস্ট দেয়া বন্ধ করবেন না প্লিজ।
মাসুদ ভাই-সুমন ভাই সহ আর যারা নতুনদের সাহায্য করার উদ্যোগ নিয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সুমন ভাইয়া খুব ভালো লাগলো পোস্ট টা।
asolei nibinder jonno kaje lagar mot ekta post
thnx sumon vai
(banglay na likhte paray sorry :(, ekta netbook a kaj korte korte hotat dhu marlam )
আপনাকেও অসংখ্য ধন্যবাদ FM ভাই সময় নিয়ে পোস্টটা পড়ার জন্য। আশা করি মাঝে মাঝে আপনাকে এই ব্লগে দেখতে পাবো :)। ভালো থাকবেন।
গবেষনা মূলক পোষ্ট। ভাল লেগেছে। ধন্যবাদ
আমি কিছুই জানতাম না আপনার লেখা পড়ে ব্লগ সম্পর্কে ধরনা নিলাম। অনেক অনেক ধন্যবাদ। ঘাঁটতে ঘাঁটতে একটা ব্লগ ওপেন করছি কিন্তু এখন কি করবো বুঝতে পারছি না, সুমন ভাইয়া প্লিজ হেল্প করুন।
অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর পোস্টের জন্য। পরের পর্বগুলার অপেক্ষায় আছি।
আমি এখানে নতুন। ১ টা পেজ দেখলামঃ
http://earntricks.com/558
আমি এটার ভিতরের পোস্ট পড়তে পারতেছি না। ওখানে লেখাঃ “This post is password protected. To view it please enter your password below:”
ওখানে কিসের পাসওয়ার্ড দিব? যেটা দিয়ে লগইন করি, ঐ পাসওয়ার্ড দিলে তো হয় না। তাহলে আমি পড়ব কিভাবে ঐ পেজের পোস্ট?
Ah, i see. Well that’s not too tirkcy at all!”
অসাধারন লেখা লিখছেন ভাই, আমার মত লোকদের এবং নতুনদের কাজে লাগবে। চালিয়ে যান আছি…
ধন্যবাদ তাওহিদ তোমার সুন্দর মতামতের জন্য। আশা করি তোমাকে নিয়মিত পাবো এই ব্লগে যদিও তুমি ভাই ব্যস্ত মানুষ। দোয়া করো যেন শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি 🙂 আবারো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভালো থাকো।
আবার কবে লিখবেন। সময় না পেলে পান্ডুলিপি পাঠিয়ে দিন টাইপ করে দিব ইনশাল্লাহ।
খুব ভালো এই পোষ্টের মধ্য দিয়েই দিনের শুরুটা। আশা করি অন্যন্যা পোস্ট গুলোওঁ অনেক ভালো হবে।
ভাইয়া, আমার PCতে blogger.com এর কোন blog site দেখা যাচ্ছে না । কিন্তু mobile এ সব blog site দেখা যাচ্ছে। Help করবেন plz.
আপনাকে স্বাগতম এই ব্লগে। আসলে অনেকেরই এটা প্রবলেম হচ্ছে। আপনি কি জিপি/বাংলালায়ন/সিটিসেল অথবা কিউবি নেট চালান ? বেশ কিছু দিন যাবত এই কানেকশন গুলাতে প্রবলেম করছে। আপনি এই লিংকে যান আশা করি কাজ হবে। ব্লগস্পট সাইট ওপেন হচ্ছে না !!! এভাবে একবার ট্রাই করেই দেখুননা…। ধন্যবাদ অনিক ভাই আপনার মন্তব্যের জন্য।
vai apni onek valo lekhen. thanks for those post. vai ami blogging korte chai, hosted blogging platform hisebe weebly kemon hobe and ar present and future ki aktu lekhle upokrito hobo.